প্রধান শিক্ষকের বাণী
Post Image

স্নেহের শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক ও প্রিয় সহকর্মী শিক্ষকবৃন্দ, সবাইকে ইংরেজি নববর্ষ-২০২৫ এর আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন।

দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার ৫নং ছাতইল ইউনিয়নের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপিঠ জংলীপীর উচ্চ বিদ্যালয়, ১৯৮৮ সালে স্থাপিত হয়। জ্ঞান পিপাসু শিক্ষানুরাগী ও দানশীল ব্যক্তিবর্গ অত্র এলাকার জনগোষ্ঠির কাছে শিক্ষার আলো জ্বালাবার উদ্দেশ্যে প্রতিষ্ঠানটি গড়বার মহতী উদ্দ্যেগ গ্রহণ করেন। সাড়াও পাওয়া যায় ব্যাপক। একে এক অনেকেই এগিয়ে আসেন ভূমি ও অর্থ নিয়ে। গড়ে ওঠে শিক্ষার এক আলোক বর্তিকা। শুরুতে ছোট হলেও পরে বিভিন্ন শিক্ষানুরাগী, শিক্ষাবিদ, প্রশাসক ও স্থানীয় জনগনের বিপুল উৎসাহে প্রতিষ্ঠানটি হয়ে উঠেছে এক মহীরুপ, পীরগঞ্জ-দিনাজপুর মহাসড়ক সংলগ্ন এক মনোরম প্রাকৃতিক পরিবেশে বিশাল স্কুল ক্যাম্পাস নিয়ে দাড়িয়ে আছে আমাদের এই প্রিয় বিদ্যালয়টি, মূল ক্যাম্পাসটি দাড়িয়ে আছে ২.১৩ একর জমির ওপর।

পরিশেষে নতুন বছর ও নতুন শিক্ষাবর্ষ আপনাদের সকলের জীবনকে সমৃদ্ধময় করে তুলুক এই শুভকামনা রইল সবার প্রতি।

 

মোঃ আব্দুল ওয়াহেদ

প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)

জংলীপীর উচ্চ বিদ্যালয়

বোচাগঞ্জ, দিনাজপুর।

সংক্ষিপ্ত পরিসংখ্যান
বিবরণ সংখ্যা
শিক্ষক-শিক্ষিকা - ১১জন
এমপিওভুক্ত শিক্ষক-শিক্ষিকা - ১০জন
নন এমপিওভুক্ত শিক্ষক-শিক্ষিকা - ১জন
৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারী - ৭জন
এমপিওভুক্ত কর্মচারী - ৭জন
ছাত্র-ছাত্রী - ৪০৪জন
নোটিশ বোর্ড
    No notices found.
    No notices found.
ফেসবুকে আমরা