দিনাজপুর জেলার অন্তর্গত বোচাগঞ্জ থানার এক সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হলো জংলীপীর উচ্চ বিদ্যালয়। কথিত আছে, অতীতে এ এলাকায় ছিল ঘন জঙ্গল এবং সেখানে বসবাস করতেন এক পীর, যাকে কেন্দ্র করে এলাকাটি পরিচিতি লাভ করে জংলীপীর নামে। যদিও মৌজার নাম জংলীপীর নয়, বিদ্যালয়ের পাশে অবস্থিত একটি বাজারের নাম থেকেই এ নামের উৎপত্তি।
১৯৮৮ খ্রিষ্টাব্দে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উদ্যোগে এবং মরহুম আব্দুস সবুর চৌধুরীর নিরলস প্রচেষ্টায়, বহু মানুষের সহযোগিতায় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ১৯৮৯ সালের ১লা জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে পাঠদান কার্যক্রম শুরু হয়।
প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত বিদ্যালয়টি অভিজ্ঞ ও যোগ্য শিক্ষকমণ্ডলীর মাধ্যমে পরিচালিত হয়ে আসছে। বিদ্যালয়ের প্রাথমিক পর্যায়ে যে ক’জন শিক্ষক-কর্মচারী দায়িত্ব পালন করেছিলেন, তাদের অনেকেই ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন কিংবা অবসর গ্রহণ করেছেন। বর্তমানে বেঁচে আছেন মাত্র দুজন—প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদ এবং অফিস সহকারী মোঃ হাফিজ উদ্দীন।
বর্তমানে বিদ্যালয়ে মোট শিক্ষক ও কর্মচারীর সংখ্যা ১৮ জন। এর মধ্যে শিক্ষক ১১ জন এবং কর্মচারী ০৭ জন। দীর্ঘ পথচলায় বিদ্যালয়টি শিক্ষার আলো ছড়িয়ে এক অনন্য স্থান দখল করে নিয়েছে এবং সুপরিচিত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে।
| বিবরণ | সংখ্যা | |
|---|---|---|
| শিক্ষক-শিক্ষিকা | - | ১১জন |
| এমপিওভুক্ত শিক্ষক-শিক্ষিকা | - | ১০জন |
| নন এমপিওভুক্ত শিক্ষক-শিক্ষিকা | - | ১জন |
| ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারী | - | ৭জন |
| এমপিওভুক্ত কর্মচারী | - | ৭জন |
| ছাত্র-ছাত্রী | - | ৪০৪জন |